সেন্টেনিয়াল পার্ক
সেন্টেনিয়াল পার্ক


পার্কের ভেতর বামে রাস্তার পাশে এক সারি কৃষ্ণচূড়া গাছ।
কতোবার এসেছি ডাউন টাউনের এই পার্কে।
আকাশ আর জলে রঙের ছটায় ভরে দিয়ে
সূর্যের ডুবে যাওয়া।
পাশে ছুঁয়ে আছে কালুছাহাচি—
আদি অধিবাসীদের নামে নদী।
উছলে উঠা পাড় উপচানো ঢেউ তার
এক পাশে তার মেক্সিকো উপসাগর
অন্যপাশে ভাটিতে ওকিচবি হ্রদ,
বাঁধা সারি সারি জাহাজ।
পিয়ার দিয়ে হেঁটে মাঝ দরিয়ায় মাছ ধরা।
ছাউনির নীচে ঢোল, খরতাল, কাঁসর বাজিয়ে
মেতে উঠতে পারো বিকালের উৎসবে।
সবুজ পাতার গাছের সাড়ি।
অন্য দশটা গাছের মত দূর থেকে দেখা
অন্য গাছেদের সাথে সবুজে সবুজে ছিলো মিশে,
কোনদিন পড়ে নি চোখে।
আজ আগুন মাখা রক্ত রঙে শাখা দুলায়ে বাতাসে নিষ্পাপ অহমিকায় বুঝিয়ে দিলো
এখানে সে ঠাঁই দাঁড়িয়ে
রোদ-ঝড় মাথায় করে সারা মওসুম—
রঙের মাতম দেখে যদি বিস্ময়ে অভিভূত হয়ে
বলে ওঠে, অপূর্ব!