সেই দুজনের কথা
সেই দুজনের কথা


শেষ শ্রাবণের মেঘে ঢাকা এই শহরে এক যুবক দুপুর
এক যুবতী সন্ধ্যের দিকে কি নিরুপায় ভাবে আকৃষ্ট হয় সে কথা কেউ ভাবেনি কখনো
বৃষ্টি নামে, আর দুপুরের বুকে ঝরে পড়ে সন্ধ্যের অন্ধকার
কফির কাপে দুচামচ মনখারাপ বেশী পড়ে যায় অবিবাহিত বত্রিশ পার করা
কৃষ্ণকলি চ্যাটার্জীর
আর অমলকান্তি মিত্র রদ্দুরপল্লীর রাস্তা দিয়ে ভিজতে ভিজতে বাড়ি ফেরে,
কাঁধের ঝোলায় পড়ে থাকে রঙচটা ছাতা..আর ছাপোষা স্বপ্ন
এরা দুজন কি একে অপরের চেনা? পরিচিত? বা স্বপ্নতুতো সম্পর্কের...
জানা নেই সে কথা
তবে এই শেষ শ্রাবণে ভোটারকার্ড অনুযায়ী যুবক দুপুরের
নাম যদি অমলকান্তি মিত্র, আর যুবতী সন্ধ্যের নাম কৃষ্ণকলি চ্যাটার্জী হয়ে
থাকে, একটুও আশ্চর্য হবো না আমি।