স্বপ্ন
স্বপ্ন
দিন আসে, দিন যায়
জীবন কেমন অসহায়,
চোখ খুলে স্বপ্ন দেখায়,
জীবনযুদ্ধ বাঁচতে শেখায়,
যোগ্যতা নিয়ে প্রশ্ন করে যারা,
কী দেখে বিচার করে তারা?
এখন স্বপ্ন বদলায় কেমন করে,
অক্ষমতা যে আমার শরীর জুড়ে,
সক্ষম কে অক্ষম বলে যারা,
পঙ্গু তাদের চিন্তাধারা।
