STORYMIRROR

Orpita Oyshorjo

Fantasy Others

4  

Orpita Oyshorjo

Fantasy Others

সব নিয়ে নাও

সব নিয়ে নাও

1 min
470


আজ হাতের মুঠো দিলাম খুলে 

যা কিছু আছে তা নাও পড়ে 

নিঃস্ব হওয়ার এইতো সুযোগ

আছে এখন জমানো কিছু আবেগ 

পথ টা যে আজ ব্যস্ত ভীষণ 

পথ পারি দিবো কখন 

দিতে পারি হাতের রেখাও

যা আছে তা নিয়ে নাও 

হাতের নাকি কমছে আয়ু 

বইছে দেখো পশ্চিমা বায়ু 

বুকের ভিতর মেঘের মতো অনেক ব্যাথা 

জোনাক জ্বলা তারার সন্ধ্যা 

হিসেব কষতে বসো না, 

কষ্ট ছাড়া আর কিছুই পাবে না 

যেমন করে হাওয়া বয়, রাতের পর ভোর হয়

যেমন পাতা ঝরে, যেমন মানুষ মরে, সেই পথে যাও

সব কিছু ছেড়ে আজ কবিতা পড়াও।

চাইলে যা আছে সব নিয়ে নাও ।


Rate this content
Log in

Similar bengali poem from Fantasy