।। সাধক ভ্যালেন্টাইন দিবস I।
।। সাধক ভ্যালেন্টাইন দিবস I।


আজকে নাকি শুধুই ভালবাসার দিন,
অন্য সময়ে সেটার আশা কি তাহলে ক্ষীণ ?
যেদিন থাকো বুকের মাঝে... সকাল থেকে সন্ধ্যে,
সেই দিনগুলোর তবে কি নাম দেবো... তাই নিয়েই এখন ধন্ধ্যে।
সারা বছর ধরে যে… কখনো আড়ি... আর কখনো ভাব,
সেও তো জেনেছি… ভালবাসারই নাকি আরেক স্বভাব।
তাহলে...আজকের দিনের মাহাত্যটা এমন কি হলো,
যে… বিস্বের লোক একসাথে প্রেম নিবেদনে নামলো !
দিনক্ষণ দেখে আবার প্রেম হল কার কবে থেকে,
সেও তো শুনেছি… হঠাৎ এসে নাকি দেয় চম়্কে !
ছোট-বেলায় কোথাও পড়েছি বলে মনে পড়ে না তো….
সাধক ভ্যালেন্টাইনের নাম,
পড়লেও...কিই বা এমন আলাদা হতো….
যেমন আছি তেমনিই থাকতাম।
সোজাসাপটা কথা... আর সদা পরিষ্কার মন,
হিসেব নিকেশ ছাড়াও… তো জমে কিছু গুপ্তধন।
দিনক্ষণ দেখে ভালবাসা…. না হয় নাই বা হলো,
স্বতঃস্ফূর্ততার আনন্দটাই…. না হয় বেঁচে রইলো ।।