রবীন্দ্র স্মরণে
রবীন্দ্র স্মরণে
1 min
11.9K
'বিশ্বকবি' নামটি তোমার ভুবন জুড়ে খ্যাত,
অঢেল তোমার সাহিত্য আজও হয়নি জ্ঞাত।
অনুরাগের নতুন ছবি এঁকেছো প্রকৃতি প্রেমে,
কেমন আছো প্রিয় কবি, আবদ্ধ ওই ফ্রেমে!