রবীন্দ্র স্মরণে
রবীন্দ্র স্মরণে


তুমি ভেবেছিলে তাই সাদা পাতায় রঙিন কাব্য,
তুমি এসেছিলে তাই কথা হয়েছে গানের শ্রাব্য।
তুমি দেখেছিলে তাই প্রকৃতি হয়েছে সম্পূর্ণ,
তুমি না লিখলে ভালোবাসা থেকে যেত অপূর্ণ।
তুমি ভেবেছিলে তাই সাদা পাতায় রঙিন কাব্য,
তুমি এসেছিলে তাই কথা হয়েছে গানের শ্রাব্য।
তুমি দেখেছিলে তাই প্রকৃতি হয়েছে সম্পূর্ণ,
তুমি না লিখলে ভালোবাসা থেকে যেত অপূর্ণ।