পুণ্যার্থী ৪
পুণ্যার্থী ৪


দূর দূরান্ত থেকে আগত যে ওরা
কোনো কিছুতেই ডরে না যে তারা।
পূণ্যর খোঁজে ফি বছর যান যারা
মহা পূণ্য স্নানের স্বস্তি শুধু পানই তারা।
লোকসমাগম বাড়ে এই পৌষ সংক্রান্তিতে
পিছ পা হন না কেউ সাগরে ডুব দিতে।
যতই পরীক্ষা নিক না কেনো হাড়হিম করা শীত
শেষ পর্যন্ত কিন্তু পুণ্যস্নানকারীদেরই হয় জিত।।