STORYMIRROR

Subharaj Nandi

Others

1  

Subharaj Nandi

Others

মেহনতি মানুষ ৪

মেহনতি মানুষ ৪

1 min
339

এই নিয়েই ভোটব্যাঙ্ক ও

রাজনৈতিক দলের তরজা

যে যা পারছে নিজেদের মতো

তৈরি করে নিচ্ছে যে নামচা।

এর মধ্যে আছে আবার

কা কা ছ্যা ছ্যা

মেহনতি মানুষেরা করছে

শুধু চিরন্তন ফ্যা ফ্যা ।

তারা দুবেলা দুমুঠো করে

শুধু চায় একটু অন্ন নির্ভরতা

নেতা মন্ত্রীরা মেতে আছে নিয়ে

কে লঘু কে সংখ্যাগরিষ্ঠতা।

এই সব ধর্মীয় রাজনীতি নিপাত যাক

মেহনতি মানুষের কষ্ট একটু লাঘব পাক।।


Rate this content
Log in