মেহনতি মানুষ ৪
মেহনতি মানুষ ৪

1 min

328
এই নিয়েই ভোটব্যাঙ্ক ও
রাজনৈতিক দলের তরজা
যে যা পারছে নিজেদের মতো
তৈরি করে নিচ্ছে যে নামচা।
এর মধ্যে আছে আবার
কা কা ছ্যা ছ্যা
মেহনতি মানুষেরা করছে
শুধু চিরন্তন ফ্যা ফ্যা ।
তারা দুবেলা দুমুঠো করে
শুধু চায় একটু অন্ন নির্ভরতা
নেতা মন্ত্রীরা মেতে আছে নিয়ে
কে লঘু কে সংখ্যাগরিষ্ঠতা।
এই সব ধর্মীয় রাজনীতি নিপাত যাক
মেহনতি মানুষের কষ্ট একটু লাঘব পাক।।