প্রথম পুরুষ
প্রথম পুরুষ


পৃথিবীর এই দীর্ঘতম গ্রীষ্মে;
দু-এক পংক্তি লিখবি অমিত?
তোর স্তবকে আমার গন্ধ,
খুঁজবো এক সপ্তদশীকে।
কবে দিকভুলে এই তেপান্তর,
তোর শব্দে মাঝগঙ্গার টান।
তেষ্টা মেটাতে চাইনা আর,
গহীনে গিয়ে কাটব চিৎসাঁতার।
মুখোশ কখন হয়েছে নিয়ম;
চোখদুটো কি একটু ঘোলা?
তাই ভয়: যদি চিনতে না পারিস,
ভিনদেশী বাজারে দেখা হলে?
প্রেমপত্রের অনুলাপ আজ থাক,
দাবির রৌদ্রদহন তো ত্বকেই শেষ।
কথা বাড়ালে অকথা শুধু;
লেখ বরং এক নৈশ্যব্দের চিঠি!
অভিরতির তীব্রতা সইবে না,
অন্যাসক্তি খুঁজুক অন্যেরা।
নিরাসক্তির সহচর তুই;
করবো সঙ্গরোধেও মানসভ্রমণ।