পরদেশী প্রেম
পরদেশী প্রেম
এই ভাঙাগড়ার পৃথিবীতে,কিছু প্রেম নিঃশব্দেই বাড়ুক,
করুনকোমল আভায়,ঝরুক সুন্দরের আবেশ,
ভাবনাহীন,শঙ্কাহীন,উল্লাসে মাতি,
রেখেছে ভরি জীবন সায়রে,স্বপনের দুটি আখি।
সুদূর পানে চেয়ে থাকি,আপনারে ভুলি,
তােমার রথে তুলিয়া লও মােরে, আমি যে পরদেশী।
