STORYMIRROR

Partha Basu

Abstract Others

3  

Partha Basu

Abstract Others

স্বপ্নের রানী - পার্থ বসু

স্বপ্নের রানী - পার্থ বসু

1 min
124

বাস্তবে নাই বা হোক তবু তুমি মোর স্বপ্নের রানী

আজ বহুদিন পরে দেখিয়াছি তব মৃদু হাসি মুখ খানি,,

আজ পুলকিত চিত্ত মোর উঠিল যে নেচে,

কেহ তুমি নহে মোর তবু আছো যেন কাছে,,

আমার এ ক্ষুদ্র হৃদয়ের অসীম আকাশের তুমি ধ্রুবতারা,

তুমি বিনা পথিক আমি যেন সব পথ হারা,,

আসবে না জানি তুমি কভু ডাকলে ও আমি,

শুধু স্বপ্নের রানী হয়ে থেকো ওগো তুমি,,

কেহ তুমি নহে মোর তবু তোমাকে আপন যে মানি,

ভালো থেকো সুখে থেকো ওগো বিদেশিনী,,

জানি বাস্তবে নহে তুমি ,, শুধু স্বপনের রানী,,,


विषय का मूल्यांकन करें
लॉग इन

Similar bengali poem from Abstract