পঁচিশে বৈশাখস্বর্নকমল তপস্বী
পঁচিশে বৈশাখস্বর্নকমল তপস্বী
ঢাক পিটিয়ে
প্রচার মুখী ভভ্যতা
ঝা- চকচকে
আজ
হা-রে-রে-রে-রে-রে-রে
করবে
আর মরবে আবার
সুচারু শাবলীল
সম্মীলনী অভ্যূথান
সেবারে যেমন
এবারেও তেমনি উঠবে
ঊর্ধ্বের ঊর্ধ্বতন গগনে
ভ্রুক্ষেপণাস্ত্র ভ্রু কুঁচকে
প্রশ্নের উত্তর মুচকে
নীতি হীন রাজ দরবারে
পেশ করবে
সজ্জিত সমর্পণ
রং-বেরং,সাজ-পোশাকে
জয়েন্ট রোল
বা
মেকী কপাল জোড়া
টিপ-মেকাপেও
পাতাল ছোঁয়া
মাতাল হাওয়া কান পাতলেই
তবুও কোথাও
নন্দন কাননের
কার্বন সিৎকার
অর্কিড গার্ডেন
সেই প্রথম চুম্বন
সেই প্রথম চাওয়া
বৃষ্টি ভেজা
পাগলা হাওয়া
অমোঘ অনূভুতি
পা রেখে যায়
কত না বলা স্মৃতি
শেষের বৃথা ইতি
অকালে ঝরা
প্রথম চিৎকার
