STORYMIRROR

Swarna goldee

Abstract Tragedy Inspirational

3  

Swarna goldee

Abstract Tragedy Inspirational

অক্ষয় মোবারকস্বর্নকমল তপস্বী

অক্ষয় মোবারকস্বর্নকমল তপস্বী

1 min
117


বামন হয়ে

আকাশ ধরার পথে

আজীবন মুক করে

খাটো-ছিট চোদ্দ গুষ্টি

যেমন

তেমন তেমন অন্তর- জ্জ্বাল

বুনে চলে

দু- পেয়ে বাঁদরের গলায়

দুশো ভরি মুক্তির মালা


বিধাতা শোপান

একান্ত গোপনীয় যেমন

বীর্য আর রক্ত স্রাব ধুয়ে

দুধ-আলতা

আর আতর চাপা

কাঁপা কাঁপা

হাল- হকিকত

নিধনের কারখানা


আবার

বিভাজনের তৃতীয় সদ্ব্যাবহারে

অক্ষত নৈবেদ্য

শুধু 

উড়ে এসে জুড়ে বসা

আত্ম-বাদের উপঢৌকন

চিকন চাঁদের

কোন ঠাসা খুশিতে

জারি 

একদল অন্ধ কালো

মেঘের সমন


সব বোঝার যদিও 

অঢেল সময়

সব বিবিধ

যদিও আজ নিজের পরিচয়

তাতেও

হ্যাঁ এর হাঁ

না এর না তেই

সবাই নির্বাক

আর কত মিথ্যে?

মম চিত্তে?

সব সরিয়ে

চল

অক্ষয়-মোবারক


Rate this content
Log in

Similar bengali poem from Abstract