STORYMIRROR

Pratyay Das Sarma

Abstract Drama Others

3  

Pratyay Das Sarma

Abstract Drama Others

ফিরব

ফিরব

1 min
202

পুরোনো শহর.. তার পুরোনো ধূসর গলি কিংবা 

বৃষ্টি ভেজা রাস্তায় আবার হাঁটতে যাই চল


হাঁটতে শুরু করি

স্মৃতি গুলো হারিয়ে গ্যাছে যেই সব বাঁকে

খুঁজি তাদের... 

আলো আঁধারে হারিয়ে যারা থাকে

তাদের জিজ্ঞেস করি কেমন আছো!


এক কাপ চা, 

আর একটা গোল্ড ফ্লেক জ্বালিয়ে

ইটের চেয়ার টেবিলে বসে 

সাজিয়ে নিয়ে গল্প..

জেনে নি কার কি হলো বেশি

আর কার অল্প।


ঠোঁটের কোণে আনমনে 

খানিক ভুলে যাওয়া

রক গান গুলির শব্দে জড়ো হউক মানুষ

বখাটে বলে দু চারটা খিস্তি শুনি


চেনা গলির চেনা গন্ধে 

তার আলো-আঁধারি ভালো মন্দে

ফিরি চল.. 


হাঁটতে হাঁটতে সেই চেনা নিরুদ্দেশ 

হাঁটতে শুরু করলেই তবে ফিরব বিদেশ 

ফিরব.... চল। 



Rate this content
Log in

More bengali poem from Pratyay Das Sarma

Similar bengali poem from Abstract