ওরা আসছে !
ওরা আসছে !

1 min

513
চারিদিকে বাজে রণ দুন্দুভি অট্টহাসির সাথে
নিশ্চয়ই কেউ আসছে !
তার সারা গায়ে মাখা অহমের আবির
বাতাসে প্রতিহিংসার গন্ধ ভাসছে,
কেউ আসছে ! দেখো, কেউ আসছে !
যুগের সভ্যতা ভেঙেচুরে
পুরোনো ইতিহাস ফিরিয়ে আনছে,
পাথর ঠুকে আবার আগুন জ্বালাবে মানুষ
হয়তো সেইদিন আবার আসছে !
কেউ আসছে ! আদিম সভ্যতা ফিরিয়ে আনছে !
নিজের ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম তাই
অন্যের ধর্ম, মানুষ নাশছে,
ধর্ম আর জাতের নামে লড়াই আর লড়াই
রক্তের নদীতে তাই নাইছে।
ওই বুঝি তারা আসছে !
বহুযুগ আগে ফেলে আসা গুহাজীবন
যেন, মানুষ আবার ফিরে পেতে চাইছে,
জাতের নামে বজ্জাতি করে ওরা
ধর্মের ধ্বজা নিয়ে চলেছে,
ওরা সত্যিই এসে পড়েছে !