STORYMIRROR

Ashfia Parvin

Abstract Inspirational

4  

Ashfia Parvin

Abstract Inspirational

নুতন সাল ২০২২

নুতন সাল ২০২২

1 min
321

বয়ে যাওয়া বাতাসের মতো কেটে গেল বছরটা

 সময় কেটে গেল বালির ঘড়ির মতো

 বন্ধুরা বদলে গেছে, সব বদলে গেছে

 2021-এ যাওয়ার পথেও লোকেদের চিনিয়ে গিয়েছে ।


 2022 সালে একটাই কাজ আছে

 নিজের সেরা সংস্করণ হতে হবে 

 পৃথিবীর ভিড়ে হাঁটা মানুষের মতো

 যাইহোক, হাঁটব না।



 প্রত্যেকের জগত আলাদা, প্রত্যেকের চিন্তাভাবনা আলাদা

 কারো কথা মন দিয়ে নেব না

 আর কাউকে সরি অকারণে বলব না

 এখন আমরা চলব আমাদের আপন সুরে, আমরা নিজেরাই সুখে থাকব।



 আগের মত মন থেকো না

 আপনার মনে যা আছে, আপনাকে সরাসরি কথা বলতে হবে।

 মানুষকে খারাপ বোধ করতে দিন

 সবার সুখের জন্য আমি দায় নেয়নি ।


 লোকেরা কি বলবে তা নিয়ে চিন্তা করব না

 কাঁটাময় পথে এলেও হাল ছাড়ব না

 যে যেমন তার নজরে আমরা সেই 

 এখন আপনাকে যা করতে হবে তা হল নিজের দিকে মনোনিবেশ করা।



 বয়ে যাওয়া বাতাসের মতো কেটে গেল বছরটা

 সময় কেটে গেল বালির ঘড়ির মতো

 বন্ধুরা বদলে গেছে, সব বদলে গেছে

 2021-এ যাওয়ার পথেও লোকেদের চিনিয়ে গিয়েছে ।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract