STORYMIRROR

Rajdip Biswas

Abstract Fantasy Inspirational

3  

Rajdip Biswas

Abstract Fantasy Inspirational

নির্বাসনের পথে রাজদীপ বিশ্বাস

নির্বাসনের পথে রাজদীপ বিশ্বাস

1 min
252


একটা মানুষ জীবনে অনেক কাজ করেছে 

কিন্তু প্রশংসার আশা কখনও করেনি

শেষ পর্যন্ত শুধু নিজ মনেই বলত-

আমি হয়তো ফুরিয়ে যেতে চলেছি

এখন একটু শান্তি চাই।

আমি সংসার-ধর্ম ত্যাগ করেছি

তবুও আমি নিরুপায় নই 

কোনো পাথর বুকের উপর না রেখেই

আমিও নিজের হাসিতে মেতে রয়েছি।

কতটা পথ পেরিয়ে ক্লান্ত হয়েছি বুঝিনি

শুধু দেখছি আকাশের তারাগুলো হাসছে

আমার পাগলামির হাসি দেখে।

আমি যে পথ ধরে হেঁটে আসলাম

চুপি চুপি সেটা নির্বাসন বেছে নিয়েছে,

কারণ আমি না বুঝলেও

আমার পায়ের ছাপ ঠিক বুঝে গিয়েছে

আমি চলেছি নির্বাসনের পথে।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract