দুর্ভিক্ষের গলায় দড়ি
দুর্ভিক্ষের গলায় দড়ি
এই সমাজ বেশভূষায় আধুনিক হয়েছে
মানসিকতায় একদমই নয়।
কারো বাসস্থান, কর্মসংস্থান আছে
কারো এসব কিছুই নেই।
বড়লোকের চার দেওয়ালের মাঝে
কত কিছুর আসর জমে
কিন্তু আমরা সব কিছু থেকেই বঞ্চিত।
হ্যাঁ, আমরা বঞ্চিত
দুর্ভিক্ষে তোমরা নেই
কিন্তু সমাজে কোনো কিছুর অভাব
না থাকলেও আমরা ভেসেছি দুর্ভিক্ষে।
আমরা ক্ষুধার্ত, আমরা ভিক্ষা চাইছি
কিন্তু তোমরা বুঝবে আমাদের পেটের কষ্ট,
আমাদের পেটেলাথি মেরো না
তোমাদের এই অত্যাচারে ভীত সবাই।
দুর্ভিক্ষ তাই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী
যাতে সে কখনো প্রভাব ফেলতে না পারে।
