নেই হয়ে আছি
নেই হয়ে আছি
মাঝে মাঝে মনে হয় আমি আর কোনোখানেই নেই!
মাঝরাতে ঘুম ভেংগে উঠি
অন্ধকারে , অদ্ভুত চোখে খুঁজি
কিছু একটা, কাওকে একটা ;
আমি জানিনা এ পৃথিবীর আমাকে কী দরকার।
আমার যাকে দরকার ছিল
সে মেঘ হয়ে গেছে অনেক বছর আগে,
আমি মেঘের উচ্চতায় উঠতে পারিনি কোনোদিনই
তার গুমোট গোমড়া অন্ধকারে
দম বন্ধ হয়ে এসেছে বহুবার।
তারপর আমি অন্ধকারে বসে অনেকবার ভেবেছি,
এ পৃথিবীর আমাকে কী প্রয়োজন?
আমার যাকে সত্যি কারের প্রয়োজন,
যাকে আমি সত্যিই আলো ভাবি,
তার পাশে হেঁটেছি অনেকবার।
শুধু হেঁটেইছি,
সেই রক্তিম সোনালি আভার প্রত্যুত্তরে
প্লীজ বলে হাঁটু গাড়তে পারিনি কখনো।
আমার বেদনা , আমার একাকীত্ব আমার ক্ষোভ
দুমরে মুচড়ে গেছে বহুবার।
তারপর পথ হেঁটে গেছি নিখোঁজ মানুষের মতো।
অন্ধকারে হাঁটতে হাঁটতে ভেবেছি-
এ পৃথিবীর আমাকে আগলে রাখার কোনো দায় নেই
তাই, কোনোখানেই নেই হয়ে পড়ে আছি একা।
এভাবেই কেটে যাচ্ছে রোজ...

