নববর্ষ
নববর্ষ
নতুন বছর, নতুন দিন, নতুন সপ্তাহ, নতুন মাস
পুরনো সব তারিখ গুলোই থাকবে ঘিরে বারোমাস ।
আবিষ্কার তো করতে হবেই নতুন বছরের অজানা তথ্য
কিন্তু কখনো কি খুঁজে দেখেছ পুরাতনের মধ্যে নতুনত্ব ?
আচ্ছা বলতো কোথায় নতুন ! আগের মতোই দেখছি তো সব
রাতের বেলায় জোনাকি পোকা আর দিনে পাখিদের কলরব ।
আগের মতোই ছোট্ট ছেলেটি দেখায় তারের ওপর পুতুল নাচ
আগের মতোই তুমি-আমি আর মাঝে ওই দৈত্যাকার বটগাছ ।
দক্ষিণা বাতাস আগের মতোই বয়ে আনে তোমার সুগন্ধ
কিন্তু আগের মতোই আমার দরজা খোলা আর তোমার জানালাও থাকে বন্ধ ।
সন্ধ্যে নামার একটু আগে সূর্য যখন অস্ত যায়
তোমার বাড়ির রোদ্দুর এসে আজও পড়ে আমার বারান্দায় ।
মনে হয় সবকিছু বদলে গিয়েও সবই যেন আছে বরাবরই
বদলে গেছে সময়কাল, বদলায়নি কেবল দেওয়ালঘড়ি ।
নাহ! বরং পুরাতনের কথা ভুলে গিয়ে চলো নতুন করে বাঁচতে শিখি
নতুন ডায়রির পাতাগুলো এবার একটা নতুন কলম দিয়ে লিখি ।
শুরু করা যাক একটা কবিতা দিয়ে, নয় কোনো উপনিষদ বা কোনো বেদ
বর্ণিত হবে শুধু নতুন বছর, থাকবেনা নতুন পুরাতনের ভেদাভেদ ।
ভুল ত্রুটির কথা ভাবছো বুঝি ? হলে হোক না উনিশ বিশ ।
পুরনো বছরের অভিজ্ঞতা দিয়েই তো আমরা লিখবো ১৪২৬ ।
