নারী 💔
নারী 💔
নারী তুমি নিকৃষ্ট জীব,
তোমার সীমানা জানালার শিক।
নেই তোমার নিজের ঘর,
আপন গৃহে তুমিই পর।
গোত্র তোমারই বদলে নারী,
শশুরঘরই আপন বাড়ি।
সত্যিই কি আপন বাড়ি,
তাইতো জোটে মুখের ঝাড়ি।
জন্মদায়ী তুমিই নারী,
তবুও সন্তান পরিচয় পায় পিতারই।
নাড়ি ছেড়া ধন তোমার,
তবুও পদবী জোটে পিতার।
বংশের প্রদীপ পুত্র সন্তান,
তোমার সেখানে নেই স্থান ।
কলঙ্ক লাগে তোমারই গায়ে ,
সেখানে দোষী পুরুষ বুক চিতিয়ে ঘোরে ।
মাসিক যন্ত্রনা তোমরাই জোটে ,
অস্পৃশ্য তুমি তখন ঠাকুর ঘরে, বাইরে,ঘাটে ।
সারাজীবন কষ্ট করে ,
খারাপ তুমি সকলের তরে ।
দোষ তোমার আর কিছু নয়,,
তুমি নারী তাই পাপ তোমারই হয় ।।
সমাপ্ত 🍁🍁
