মূখ
মূখ
ঊষার আলোয় তাকে দেখি
দূর থেকে ভেসে আসা
যেন খন্ড মেঘের ভেলা l
কূল নেই পার নেই
নেই কোন দিশা l
দিনের উজ্জ্বল আভায় পাই
মন এলো মেলো করা
বসন্তের ব্যাকুল বাতাস l
কাঁপে বুক মাঝের অস্পষ্ট
আলোয় পূর্ণিমার বিভা l
মিলন ইশারার জারিত
অচেনা অপরিচিতা
এক মুখ ll

