মৃত্যুর চৌকাঠে
মৃত্যুর চৌকাঠে
প্রত্যেক মুহূর্তে মৃত্যুকে অতিক্রম করে এগিয়ে যাচ্ছি
প্রত্যেক মুহূর্তে আত্মহত্যাকে অতিক্রম করে এগিয়ে যাচ্ছি
পেরোতে পেরোতে চলে যাই দ্বীপ থেকে
দ্বীপান্তর
পেরোতে পেরোতে চলে যাই গ্রহ থেকে
গ্রহান্তর
এগিয়ে যাই অনির্দেশ্য এক সীমানার দিকে
যেখানে কেউ নেই একা আমি
একা আমি দাঁড়িয়ে থাকি শূন্যতার চারপাশে
এভাবেই একদিন শূন্যতাকে গিলে খেতে খেতে
পৌঁছে যাব মৃত্যুর চৌকাঠে
