Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Amit Ghosal

Abstract Romance Tragedy

4.0  

Amit Ghosal

Abstract Romance Tragedy

মৃত্যু ও সৌমিত্র

মৃত্যু ও সৌমিত্র

1 min
1.4K



মৃত্যু: 'অভিযান' শেষ হয়েছে স্যার; 'বেলা শেষে' বেলা যায় |

সৌমিত্র: 'তিন ভুবনের পারে' ও কিসের 'অশনি সংকেত'? 

মৃত্যু !! আয়, তোর সাথে তিন পাত্তি খেলি যায় |


মৃত্যু: সময় হয়েছে স্যার| এবার তাহলে 'সোনার কেল্লা' য় চাবি দিয়ে, 'ঘরে বাইরে' সবার সাথে 'দেখা' করে যেতে আদেশ হোক |


সৌমিত্র: আহঃ | তুমি তো জ্বালালে হে!! বলছিনা আরো অনেক কাজ বাকি | 

আগে 'অতল জলের আহ্বানে' , 'সোনার পাহাড়ে' গিয়ে 'দেবী' পূজা হোক |        

এখনো যে 'তিন কন্যা' আমার রয়েছে 'ঝিন্দের বন্দি', 

মুক্তি তাদের দিতে হলে চাই ফেলু বাবুর ফন্দী|


মৃত্যু: তা ঠিক স্যার, তবে বলছিলাম কি বয়স তো বাড়ছে আর তাছাড়া 'ক্ষুদিত পাষাণে' 'অহল্যা' র প্রাণ প্রতিষ্ঠাও হলো ,

এবার 'প্রাক্তন' রা সরে গিয়ে নতুনদের জায়গা দেওয়াই ভালো|


সৌমিত্র: তা ঠিক, তবে ছেলে ছোকরা রা বলে - মাস্টার মশায় আপনি কিন্তু কিছুই দেখেননি ৷ 

কি ভেবেছিস!! কিং লিয়ার আজ মঞ্চে উঠে পরে মৃত্যুর সাজ !!


মৃত্যু: স্যার, মৃত্যু নয় ; অমরত্ব শুরু হলো আজ|


(শেষ লাইন টা কবি শ্রীজাতর)


Rate this content
Log in

Similar bengali poem from Abstract