STORYMIRROR

Chiranjib Mazumdar

Drama Romance Classics

4.5  

Chiranjib Mazumdar

Drama Romance Classics

মেয়েটা

মেয়েটা

1 min
12.4K


মেয়েটাকে প্রথম দেখি,

অনলাইন পোর্টালে।

স্থির করি, কথা বলি,

দেখিই না চ্যাট করে।


এই না ভেবে, একদিন,

ফেললাম করে পিং,

যেই না করা ওপার থেকে

শব্দ এলো টিং টিটিং।


বুঝলাম আমি, এই বুঝি

তার, উত্তর পেলাম এবার।

তাকিয়ে দেখি যা ভেবেছি,

দিয়েছে সাড়া, পরিষ্কার।


সেই থেকে আজ, পার করেছি,

প্রায় সাতটি বছর পার।

তাই বলে স্যার ভাববেন না পাশ করেছি,

বা ভালো রেজাল্ট প্রত্যেক পরীক্ষার।


জীবনে অন্ত নেই পরীক্ষার,

এই তো দাদা ন

িয়ম।

পাস ফেল থোড়াই কেয়ার,

চালিয়ে যাওয়াই জীবন।


তবে দাদা একটা কথা,

বলি শুনুন মন দিয়ে,

মেয়েটা আজ মা হয়েছে,

সংসার করছে প্রাণ ঢেলে।


লেখা পড়া, ছবি আঁকা,

পিয়ানো নিয়ে গান করে।

মন্দ বলতে কথা বাঁকা,

কয় মাঝে সে রাগ করে।


তা সে বলুক, কথার পিঠে 

আসে কথা, তাতে নেইকো সমস্যা,

আমি খুশি, হলেই পিঠে,

মণ্ডা, মিঠাই, রান্না খাসা।


পেটে খেলে তবেই,

জানেন তো সয় পিঠে।

ভালোবাসা কাব্য হয়েই,

বানায় জীবন মিঠে।


Rate this content
Log in

More bengali poem from Chiranjib Mazumdar