STORYMIRROR

Pp Paul

Abstract Fantasy Others

3  

Pp Paul

Abstract Fantasy Others

মানব দেহের অট্টালিকা

মানব দেহের অট্টালিকা

1 min
179

বয়সের ভারে অট্টালিকায়

ফাটল ধরেছে চারিধার,

সময়ের স্রোতে নুয়ে পড়েছে

প্রাণ হবে পরিহার।


অট্টালিকার ইঁট পাঁজরে

জুড়িয়ে আছে অনেক গল্পকথা,

হরেক কারুকার্য আজ ভগ্নপ্রায়

জমেছে অপ্রত্যাশিত আগাছা।


বছরের পর বছর জুড়ে

উত্থান- পতনে সাক্ষী জীর্ণ অট্টালিকা,

নবপ্রজন্মের চাপে পিষেছে এবার

বাকরূদ্ধ তাদের ইচ্ছাগুলা।


অট্টালিকার ওই ঘুলঘুলিটায়

প্রাণ পায়রাদের বাড়ি,

রোগ ভঙ্গুরের ধারায় নাম উঠেছে

ঘর করতে হবে খালি।


সময়ের অবকাশে যত্নবিহীন 

রুগ্নদেহের অট্টালিকা,

কালের স্রোতে হারিয়ে যাবে

নামবে এসে যবনিকা।


মানব দেহ আলগা হবে

জমবে মায়ার শিখায় আঁধার,

রোমন্থনে স্মৃতির আলোক

অট্টালিকার খুলবে তখন দ্বার।।

   


Rate this content
Log in

Similar bengali poem from Abstract