STORYMIRROR

Kaustav Ghosh

Abstract Fantasy

1  

Kaustav Ghosh

Abstract Fantasy

লুপ্ত তরল

লুপ্ত তরল

1 min
395

আমি অক্ষয় , আমি কৃতিশীল 

আমি চির ধারাময়পন্থী 

আমি আপন পরে সলিলধর্মী 

মুক্ত অথচ বন্দি 

আমি নিষ্কাম এক জনমজুর 

আমি রাখি না কোনো আসক্তি 

আমি সমান্তরালের উর্দ্ধে 

আমি বিজ্ঞান আমি ভক্তি 

আমার আবদ্ধময় প্রজন্ম 

তবু অৱৰোধতঙ্কে নই আক্রান্ত 

আমার চতুর্ষ্পার্শে ধ্বংসের মহরত 

আমি নির্বাক ও শান্ত 

আমার সৃষ্টি তোমার জন্য 

আমি তোমারি চাহিদা বন্দ  

তবু আমার বাসনা ত্বেজে 

আজ ক্রূরদানবিক দ্বন্দ্ব 

আমার অস্তিত্ব অস্থায়ী 

তাই অপ্রসন্ন বিশালাক্ষি 

তোমরা ধ্বংসলীলায় মত্ত 

আমি তারই নীরব সাক্ষি 


Rate this content
Log in

Similar bengali poem from Abstract