STORYMIRROR

অপূর্ব নিউজ

Abstract Romance

2  

অপূর্ব নিউজ

Abstract Romance

করোনা তোমাকে রুখতে হবে বলে।

করোনা তোমাকে রুখতে হবে বলে।

1 min
205

করোনা তোমাকে রুখতে হবে বলেবহু যুদ্ধের হয়ে গেছে অবসান থেমে গেছে সব যুদ্ধ যুদ্ধ খেলা।

পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম ! উত্তর থেকে দক্ষিনরাবার বুলেট গুলি বোমা পারমানবিক অস্রের মহোড়া’থেমে গেছে সব।

মসজিদ ভাংগার কাউন্টারে মন্দির ,মন্দির ভাংগার কাউন্টারে মসজিদধর্মের নামে –

বর্নের নামে হত্যা খুন ধর্ষণ অগ্নিসংযোগজাতিয়তা সংশোধন বাতিলেউত্তাল রাজপথ রক্তে রন্জিত ভারত।

পূর্ব পুরুষের ভিটে মাটি ঘটি বাটি ছেড়েলাশের পর লাশের স্তুপ মাড়িয়ে হামাগুড়ি দিতে দিতে ‘

জননী জন্মভূমি বিতাড়িত রোহিঙ্গা।

নাফ নদীতে ভাসতে ভাসতে মুখথুবড়ে পড়া আশ্রিত বাংলাদেশে চির যাযাবর।

বুলেট গুলি বোমায় কাশ্মিরের আকাশে বাতাসে লাশের গন্ধে ক্রোধের বিষাক্ত নিঃশ্বাস ছাড়ে ভারত বনাম পাকিস্তান।

ট্যাংক – ড্রোন- সাজোয়া যানে সজ্জিত ইদলিবে মুখোমুখি তুরষ্ক বনাম রাশিয়া।

ভুমধ্য সাগরে শরনার্থীদের শলীল সমাধী।

বিশ্ব মানবতার হৃদয় নাড়াতে ব্যর্থএক রত্বী শিশু আয়লানের নিথর দেহ।

কাশেমী হ্ত্যা ইরান যুক্তরাষ্ট্র মুখোমুখি।

হত্যার বদলে হত্যা , হামলার বদলে হামলা ।

হুংকারের পর হুংকারে প্রস্তুত পারমাণবিক বোমা তৃতীয় বিশ্ব যুদ্ধের রনোকৌশল ।

পৃথিবীকে বিপন্ন করার হুংকার সৌদি কতৃর্ক সিয়া সুন্নী হামলার পর হামলাবিপন্ন ইয়েমেনের মানবিক সভ্যতা।

তেল গ্যাস লুট , মধ্য প্রাচ্য পুঁজিবাদের অর্থনৈতিক আগ্রাসনসামরিক আগ্রাসন

।পশ্চিম তীর গাজা গোলাম মালভূমিমরুভূমি জুড়ে ধংসাত্মক যুদ্ধ যুদ্ধ খেলা,

হটাত করেই থেমে গেছে সব।

হটাত করেই থেমে গেছে সব যুদ্ধ।থেমে গেছে সব যুদ্ধ যুদ্ধ খেলা।

করোনা তোমাকে রুখতে হবে বলে।

সারা বিশ্ব আজ এক এবং অভিন্ন ।

চলিতেছে তোমার বিরুদ্ধে ঐক্যবদ্ধ যুদ্ধ।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract