STORYMIRROR

Mahuya Paul

Abstract Inspirational

3  

Mahuya Paul

Abstract Inspirational

করোনা 'র করুণা

করোনা 'র করুণা

1 min
251

'করোনা', শুনেছি নাকি চিনের করুণা, 

সত্যি কি মিথ্যে তা জানি না -

তবে পৃথিবী টাকে সে করেছে

বড়ই অচেনা। 

আমরা সব পারি, সব জানি

বিজ্ঞান স্বজ্ঞানে সবার উপর মানি, 

আমাদের অহংকার, প্রকৃতির সাথে অত্যাচার,

তাই কি আজ পৃথিবীতে এতবড় অনাচার?

করোনা তো না নয় নিছক এক মহামারী,

আগেও শুনেছি এমন হয়েছে নাকি কয়েকবারই-

তবু কি পেরেছি রুখতে তাকে

সবকিছু ছাড়খাড় করার আগে?

কোথা থেকে শুরু তবে কোথায় গিয়ে শেষ, 

আজও কি প্রকৃতিকে করবে নির্বিশেষ??

স্তব্ধ জীবন আজ, আতঙ্কে কাটছে রাজ, 

তারপরও রাজত্ব আর হিংসার হানাহানি,

কেমনে আজও তবে শ্রেষ্ঠ জীব বলে

নিজেদের মানি?

শিশুরা ভুলেছে খেলা, ভুলেছে কথা বয়স্করা, 

উপার্জনক্ষম মানুষেরা আজ অভাবে কাজছাড়া, 

অসহায় মা, আজ শুধুই চোখের জলে --

বৃথা প্রার্থনায় অলক্ষে কেঁদে চলে। 

জানি না সময় আর পাব কি না আমরা

আমাদের ভুলের মাশুল তবে কি, 

গুণবে ভবিষ্যৎ প্রজন্মরা?

পিছনে ফিরে দেখার সময় এসেছে এবার,

কর্মফল ভুগতে হবে আমাদের সবার--

তবুও চলো মানুষ হয়ে চেষ্টা করে দেখি আর একবার, 

নির্মল এ পৃথিবীকে বাসযোগ্য করে তুলতে আবার.. 


Rate this content
Log in

Similar bengali poem from Abstract