কোলকাতা দর্শন
কোলকাতা দর্শন


কোলকাতা অদ্ভুত, চার দিক জলে জল
রাস্তার নাম হেথা, মা মাছি ছটা বল।
কোলকাতা অদ্ভুত, মাঠ আর ময়দান
খেলোয়াড় নাই সেথা, নেতা কবি ঋষি নাম।
কোলকাতা অদ্ভুত, চলিবার পথ নাই
তাড়াতাড়ি যেতে লোকে পাতালেতে নামে তাই।
কোলকাতা অদ্ভুত, সব মতে পুজো চায়
যত পথ তত মত, প্যান্ডেলে বাঁধে তায়।
কোলকাতা অদ্ভুত, কাজ নেই গ্যাছে মান
বাবা কাকা ছেড়ে করে, মামাটির জয়গান।
কোলকাতা অদ্ভুত, নাই মন ব্যাবসায়
বসে থাকে সব জনে নোবেলের ভরসায়।
কোলকাতা অদ্ভুত, চারিদিকে অঘটন
তবু একে কেন জানি ভালোবেসে ফ্যালে মন।