জন্মস্থানের সন্ধান
জন্মস্থানের সন্ধান
একটা ছোট কাজের তরে , অফিস পাঠায় উলুবেড়ে।
মা শুনে তায় বেজায় খুসি , বলছে মুখটা হাসি হাসি ,
"জানিস গজা ওই খানেতে জনমে ছিলি অনেক আগে।
কাজের মাঝেই তাড়াতাড়ি দেখে আসিস জনম বাড়ী।
পাঁচুবাবুর রাস্তা ধরেই চলবি সোজা ন -নম্বরে।
মায়ের কথা আমায় টানে , চলি আঁতুর ঘরের পানে।
বাড়ী সারি এক থেকে আট , তারপরেতে খেলার মাঠ।
দোকানিকে আমি শুধোই , ন -নম্বরটা কোথা যে পাই।
বললো আমায় অবাক স্বরে , ' বাড়ী পাবেটা কেমন করে?
বছর কয়েক হয়ে গেলো তিনটে বাড়ী ভাঙা হলো ;
তৈরী হলো খেলার ভূমি গেলেই সেথা দেখবে তুমি। '
চলছে মাঠে বলের খেলা , অনেক অনেক শিশু- মেলা।
বাঁদিক থেকে বল ডাইনে হটাৎ ওড়ে আকাশ পানে।
দেখছি খেলা সমুখ পানে, হাসছি আমি ভেতর প্রাণে,
বলটা আমি, মারছে সবাই, ডাইনে বাঁয়ে যার যা চাই।
তবু আমার মনের রাজা থামায় নাকো আকাশ খোঁজা।