কলির প্রতিফলন
কলির প্রতিফলন
দুনিয়া আজ বড়ই আজব
রকমারি চালচলন ;
সত্যই ! সবই ঘোর কলির
উল্টো প্রতিফলন।
রক্তের জাত বিচার হয় না
কেবল হাসপাতালে ;
সম্পর্কে হিংসা বেজায়,
তবে টাকা কথা বলে !
" টাকা মাটি, মাটি টাকা ! "-
সেই রামকৃষ্ণের বাণী,
মিথ্যে কলির ধর্মজালে
করছে আত্মগ্লানি।
সত্য যতই হোক না সরব
তবু নয় যে শক্তপোক্ত ;
ছলের কলের বলই বেশি
তা না হোক যুক্তিযুক্ত।