মধ্যবিত্ত ঘরের সন্তান
মধ্যবিত্ত ঘরের সন্তান
ফিরছি আজও খালি হাতে
এই চাকরিটাও জুটল না,
সবুজ ফাইলে রাখা সার্টিফিকেটগুলো
আজও কোনো কাজে লাগল না।
বুঝছি আমি, বুঝছি সবটাই
ভাগ্য আমার সহায় কেন নয়!
এস.সি, এস.টি কিংবা ও.বি.সি হলে
চাকরিটা আজ পেতাম বোধহয়।
একেই মধ্যবিত্ত ঘরের সন্তান
তারপরে আবার, জেনারেল কাস্ট;
কষ্ট আছে কপালে সেকথা জানি
তাও করছি চেষ্টা, দেখি কি হয় অ্যাট্ লাস্ট।
দিন দিন শুধুই বেড়ে চলেছে খরচ
টাকা জোগাড় করাই ভীষণ চাপ,
মাঝে মাঝে মনে হয় এই কাস্ট-ই
আমার জীবনে চরম অভিশাপ।
স্কলারশিপের টাকা তো প্রায় শেষ,
টিউশনটাই হয়তো শেষ গতি;
যোগ্যতার চাইতে দামি টাকা
কিন্তু পাবো কোথায়? নই যে ধনপতি।
তাইতো এই চাকরিটাও গেল হাত থেকে
কোন মুখেই বা বাড়ি ফিরে যায়,
বাবা-মাকে বোঝাই কেমন করে
তোমাদের সন্তান যে বড়ো অসহায়।
আশা দিয়ে এসেছিলাম তাদের
গ্রাম ছেড়ে শহরে যখন আসি,
"হাইয়ার স্টাডি কমপ্লিট করে ঠিক
পাবোই চাকরি, ফোটাবো মুখে হাসি।"
চেষ্টার আমি খামতি রাখিনি কোনো
ছুটেছি অনেক, মানিনি সহজে হার,
তবুও, আশার আলো নিভছে ক্রমশ
দেখছি শুধুই সামনে অন্ধকার।
ক্লান্ত হয়ে পড়েছি বড়ই আজ
কিন্তু জানি, মৃত্যু নয় সমাধান;
দায়িত্ব রয়েছে আমার অনেক
আমি যে মধ্যবিত্ত ঘরের সন্তান।
