#কবিতা
#কবিতা
মা
আর কটা দিন থাকলে পরে
ক্ষতি কি তোর বল?
তোকে রাখবো ধরে আমার ঘরে
করবো এবার ছল।।
লক্ষী গণেশ কাঁদে যদি
ছাড়তে না চায় তোকে,
তুই পারবি না মা ছাড়তে ওদের
আঁকড়ে নিবি বুকে।।
তবে ডাকলে আমি পালাস কেন
দিসনা কেন ধরা?
তোকে আগলে রাখি যত্ন করে
তোর এতো কিসের তাড়া?
বাবাকে তুই বল মা এবার
আসতে কদিন পরে
থেকে যা মা আর কটা দিন
আমার কুঁড়ে ঘরে।
সারা বছর দিন গুনি মা
এই চারটি দিনের তরে
আবার কবে আসবি মা তুই,
গেলে বাবার ঘরে?
থাকনা রে মা আমার সাথে
আর দুটো দিন বেশী,
তার পরেতে যাস মা ফিরে
মা রে তাতেই আমি খুশি।।
