কবিতা তোমার জন্য
কবিতা তোমার জন্য
তোমার জন্য হতে পারি আমি নিয়নের রোশনাই ,
হতে পারি আমি অস্তরাগে আলোকিত কেলেঘাই।
তোমার জন্য অতল সাগরে ঝিনুকের সন্ধানে ,
মুক্তার সুখ এনে দিতে পারি কাব্যিক আলাপনে।
তোমার লাগি মেখে নিতে পারি কনে দেখা রোদ্দুর ,
শিমুলের বাটে পলাশের মাঠে যেতে পারি বহু দূর ।
তোমা হতে সুখ অন্তঃকরণে , তোমাতেই পাই প্রাণ ,
তোমাতেই রচি মনানুভূতির সুপ্ত অভিমান।
তোমার জন্য পাড়ি দিতে পারি চাঁদ তারাদের দেশে,
কল্পলোকের আশকারা যেথা ভাবনা সুতোয় মেশে।
লুটে নিতে পারি পরিদের ঘুম গোপন
ষড়যন্ত্রে ,
করতে পারি কৌটোবন্দী জোছনাকে জাদুমন্ত্রে ।
তোমার জন্য কেড়ে নিতে পারি মোনালিসার মৃদু হাসি,
কোহিনুর খোঁজে হতে পারি তবু আজন্ম পরবাসী ।
তোমার অলিন্দে নবারুণ জাগে কিশলয়ে প্রত্যাশা,
পঙক্তিরা ফেরে বেদুইন বেশে তল্লাশে স্থায়ী বাসা।
তোমার জন্য ছেড়ে যেতে পারি নশ্বর যত সুখ,
তোমার আলিঙ্গনের নেশায় শব্দেরা উন্মুখ ।
ভাঙাচোরা হোক ! তবুও রচি তোমার অবয়ব ,
ছন্দ মাত্রা না হোক্ সঠিক, মানব না পরাভব।
তোমা হতে শুরু, তোমাতেই শেষ কবির জল্পনা ,
কবিতা তোমাতে পথ খুঁজে পায় সীমাহীন কল্পনা।