কবি গুরু লহো প্রণাম
কবি গুরু লহো প্রণাম


শত সহস্র বর্ষ ধরে
অন্তরের গভীর অনুভূতি,
তোমার স্পর্শ পেয়ে
পেলো তার পরিণতি।
তোমার সৃষ্টি নয় তো
নিছক ই কেবল রচনা,
তাতে ফুটে ওঠে
মনের যাবতীয় কল্পনা।
সুখ দুঃখ মিলিত মিশ্রিত
তোমার ই গানে কবিতায়
হলো প্রস্ফুটিত,
গাহি তোমার ই জয় গান
সুন্দর তুমি হে কবি শ্রেষ্ঠ
লহো গো কবিগুরু প্রণাম।
তোমার ই সৃষ্টি জাগালো
মন মাঝে যে উজ্জীবনী শক্তি,
বাঁধনের ও মাঝে
হৃদয় পেলো বাঁধন ছেড়া মুক্তি।
মন মাঝে আছো তুমি
আছো সকল কল্পনায়,
তোমারেই করি অনুসরণ
জীবনের প্রতি অধ্যায়ে।
কিভাবে শোধিবো তব ঋণ
যাহা পেলাম তব দানে,
দিলাম তোমারে অঞ্জলি
যতনে রাখিব ধরে প্রাণে।