জীবনের পথ
জীবনের পথ
শীতের সময়ে গাছের পাতা যেমন ঝরে পড়ে যায়
জীবন যত এগোয় সেরমই যেন ভালোবাসা ঝরে পড়ে যায়
গাছ যেমন শীতকালে নেড়া হয়ে যায়
জীবন যাত্রায়ও আমরা সেরম একলা হয়ে যাই
ঝড় হলে গাছ যেমন ভেঙে পরে যায়
জীবনের মধ্যে ঝড় উঠলেও
আমরাও একদম ভেঙে যাই
সূর্য যখন ওঠে সবকিছু দেখতে পাই
সূর্য যখন অস্ত যায় কিছুই দেখতে আর পাইনা
সেরমই চোখটা যখন বন্ধ থাকে আঁধারের মধ্যে থাকি
চোখটা যখন খোলে আলোয় চলে যাই
গোলাপ ফুল দেখলে মনটা আনন্দ ভরে যায়
গোলাপের কাঁটা হাতে ফুটলে তক্ষুনি লাগে খারাপ
জীবনের পথে চলবার সময় এইভাবেই আমরা কখনো হাসি
কখনো কখনো কাঁদতেও হয় ।।
