জীবন
জীবন
জীবনের রঙিন পাখি, স্বপ্নের উড়ান, আশা আর আকাশে সবুজ ঘাসের স্বপ্ন। সূর্যের মুখে মুগ্ধ হৃদয় ছুঁয়ে, জীবনের গতি, অতীত এবং ভবিষ্যৎ।
প্রেমের মধুর গান, মিষ্টি স্মৃতির ছায়া, বন্ধুত্বের আলো, সবার সঙ্গে পাড়িয়ে আসা। জীবনের সফরে মধুর ছন্দে সব সময়, আমরা চলি এগিয়ে, অগ্রসর একলা বেশি নয়।
সময়ের পাখি আসে আর চলে যায়, জীবনের সঙ্গে নানান রং এসে যায়। আমরা এগিয়ে যাই আগামীর দিকে, আশায় জীবন মন্দে হোক না, সবুজ ঘাসের স্বপ্ন থেকে।
