জীবন
জীবন


যদি কোনো দিন দেখো,
আমি সাগর হয়ে গেছি।
টলটল নীল আকাশের বুকে
কালো মেঘ হয়ে ভাসছি,
অথবা
বৃষ্টি হয়ে তৃষিত বক্ষে
ঝরে পড়ছি।
যদি কোনো দিন দেখো,
আমি প্রজাপতি হয়ে গেছি,
রং রং রঙিন ফুলের বুকে,
সদ্য পরাগ মাঝে হাসছি।
অথবা
উড়ে গিয়ে মিলন পিয়াসী
ফুলে বসছি,
জানবে আমি বেঁচে আছি।