Find your balance with The Structure of Peace & grab 30% off on first 50 orders!!
Find your balance with The Structure of Peace & grab 30% off on first 50 orders!!

Anirban Ganguly

Drama Tragedy Inspirational

4.3  

Anirban Ganguly

Drama Tragedy Inspirational

জীবন সংগ্রাম

জীবন সংগ্রাম

1 min
552


স্বপ্ন ছিল তার, সে যে হবে মহাতারকা

ছাপ ফেলবে নিজের, থাকবে না কোন অভাব।

কথা যেত আটকে, তাই নিল সিদ্ধান্ত

অন্তরমুখী ব্যাক্তিত্য কাটাতেই নায়ক হবে শ্রীকান্ত।


শুরু হল সংগ্রাম, এল অনেক প্রত্যাখান

ছিল সবাই ব্যস্ত, দিত শুধু জ্ঞান ।

চলছিল জীবন নিরুদ্দেশ, শত রাত জাগা

হঠাৎ এলো সুযোগ একটা পাঠ দারোগার ।


সবটা দিল নিঙরে যত ছিল প্রতিভা

পেল সে স্বীকৃতি, ছড়াল নিজের আভা ।

চলচ্চিত্র জগত নিতে পারল না তার খ্যাতি

করল তার নিষ্কাশন, ধ্বংস করল ভাবমূর্তি ।


ছিল না কোন মামা কাকা, ছিল না কোন ধর্মপিতা

তার সঙ্কল্পেই তার সাফল্য, এটাই ছিল সবার চোখে কাঁটা ।

সুযোগ আসলো কম, কিন্তু ও যে অবিচল

কাজই ছিল তার নিষ্ঠা, ছাড়ল না সে হাল ।


শুরু হয়ে গেলো নোংরা রাজনীতির খেল

সততাই তার লক্ষ্য, বাকি সবাই মারত তেল ।

ঝুঁকল না সে কাউর কাছে, চাটল না সে পা

তাই পেল সে একই উত্তর, বাপি বাড়ি যা ।


অগাধ লড়াই করার পরেও হল না শেষ রক্ষা

ক্লান্ত হলেন শিল্পী শ্রীকান্ত, সবাই দিল টেক্কা ।

বিষণ্ণতায় কাটত জীবন, সইতে না সে পান

করলেন তিনি আত্মহত্যা, নিলেন নিজের প্রান ।


হল অনেক লেখালেখি, জ্বলে উঠলো আবেগ

রাজনীতি কি তবে আসল, বাকী সব ভেক?

অপেক্ষা এখন সে দিনের, যেদিন প্রথা হবে সমভাব

কিন্তু কেউ জানে না হবে এটা বাস্তব, না রইবে কেবল খোয়াব ।


Rate this content
Log in

More bengali poem from Anirban Ganguly

Similar bengali poem from Drama