STORYMIRROR

Anupama Dey

Classics

5.0  

Anupama Dey

Classics

ইচ্ছে

ইচ্ছে

1 min
285


ইচ্ছে হয় হারিয়ে যেতে তেপান্তরের মাঠে,


যেখানে, সূর্যোদয় দেখতে ভাঙতে হয় না কংক্রিটের দেওয়াল।


অথবা,

মাঝরাতের শুনশান হয়ে যাওয়া রাস্তায়,


যেখানে, অন্ধকারে নিঃশব্দে লুকোনো যায় জমে ওঠা চোখের জল।


অথবা,

বটের চারা গজানো, সেই প্রায় ভেঙে পড়া পোড়ো বাড়ির ছাদে,


যার দেওয়ালে শেষ বিকেলের আলো, এখনও আলপনা দিয়ে যায় একা।


অথবা,

বৃষ্টিভেজা এক বিকেলে একলা নদীর তীরে,


যেখানে, চোখের সামনে আঁধার নামে, সন্ধ্যা নামার আগে।


হারাতে চাই নিজেকেই, নিজের কাছ থেকে,


যেখানে, শূন্য নেই শূন্যতার মাঝেও, অপূর্ণতা পূর্ণ করে নিঃস্ব স্বত্বাকে।


Rate this content
Log in

More bengali poem from Anupama Dey

Similar bengali poem from Classics