গদ্য কবিতা-আবার তুমি আসবে
গদ্য কবিতা-আবার তুমি আসবে
তুমি তো দেখিয়েছিলে রাতের
জোনাকিদের ভালোবাসা
অন্ধকারে আকাশে মতর তারাদের মিটিমিটি হাসি
পূর্ণিমার জোছনা ধারায় শীতল করেছিলে মন
তুমিই তো অন্ধকার জীবনে জ্বেলে ছিলে আলো।
কেন দিয়েছিলে আনন্দের অশ্রু ধারা?
কেন কেন দেখিয়েছিলে স্বপ্নের দেশে আসা-যাওয়া?
কেন বিদীর্ণ করেছিলে তোমার মায়াবী চাহনিতে?
তুমি প্রতারক তুমি মিথ্যা তুমি প্রবঞ্চক।
কেন তুমি ঘুমিয়ে থাকা হৃদয়ের দরজায় আঘাত করেছিলে
ছিলাম তো বেশ ঘুমিয়ে
এখনো বসে থাকি অপলক দৃষ্টিতে
হৃদয়ের খোলা দরজার দিকে তাকিয়ে
হয়তো আবার তুমি আসবে।