এসো আলোরপথে
এসো আলোরপথে


এসো আলোর পথে
মোহাম্মদ আব্দুল ওয়াহিদ
আঁখি মেলে চেয়ে দেখো
জগৎটা নয় কালো
মনের পশু দূরে রেখো
দেখতে পাবে আলো।
নিজে ভালো হলে পরে
দেখবে সবই ভালো
আঁধার ঘেরা থাকলে তবে
দেখবে সবই কালো।
অন্ধকারে ঢিল না মেরে
আঁখি দুটো খুলে
মনের যতো খারাপ ভাবনা
এক্ষুনি নাও তুলে।
দেখতে পাবে আলোর জগৎ
আছে তোমার তরে
শান্তি সুখে মনটা তখন
থাকবে শুধু ভরে।
এসো এসো আলোর পথে
মনটা উদার করো
মিছে ভাবনার পথটা ছেড়ে
আলোটাকেই ধরো।
মোহাম্মদ আব্দুল ওয়াহিদ
আঁখি মেলে চেয়ে দেখো
জগৎটা নয় কালো
মনের পশু দূরে রেখো
দেখতে পাবে আলো।
নিজে ভালো হলে পরে
দেখবে সবই ভালো
আঁধার ঘেরা থাকলে তবে
দেখবে সবই কালো।
অন্ধকারে ঢিল না মেরে
আঁখি দুটো খুলে
মনের যতো খারাপ ভাবনা
এক্ষুনি নাও তুলে।
দেখতে পাবে আলোর জগৎ
আছে তোমার তরে
শান্তি সুখে মনটা তখন
থাকবে শুধু ভরে।
এসো এসো আলোর পথে
মনটা উদার করো
মিছে ভাবনার পথটা ছেড়ে
আলোটাকেই ধরো।