STORYMIRROR

Riya Roy

Abstract Others

3  

Riya Roy

Abstract Others

এখন দিন গুলো

এখন দিন গুলো

1 min
236

তর্ক তুফান হঠাৎ বন্ধ,

উপস্থাপনায় হাজার রকমের দ্বন্দ।

শীতল ছায়া নেই,

আছে মৃত্যুর অদৃশ্য তরবারি ,

 জীবন ক্ষতবিক্ষত,

দিন গুজরান যেনো কাঁটার মতো।

তবু রোজ ভোরের আয়নায় আকাশের মুখ,

স্নিগ্ধ হাওয়ায় রোদের সুখ।

শালিকের উৎসুক ঝাঁক ;

দুলে ওঠা ঘাসের ডাক।

তাকিয়ে থাকা ঘুম ভাঙা সব জানলা গুলো,

পড়ে থাকা স্মৃতির ধুলো।

 আর কিছু স্বপ্নের আদরে,

শব্দ বুনছে ভালো থেকো আলোর চাদরে


   


Rate this content
Log in

Similar bengali poem from Abstract