দশমিক
দশমিক


পূর্নসংখ্যা অভিমানী ভগ্নাংশের অংশীদার,
সংখ্যাতত্ত্বের অঙ্কগুলো বর্তমানে জমিনদার।
একের পিঠে শূন্য বোঝাই কোটি টাকার অঙ্গীকার।
দুর্দিনে যায় মানুষ চেনা কেই বা হবে সঙ্গী কার?
অশ্বমেধের যজ্ঞ যোগে বিয়োগ একটু অহমিক,
এপার সস্তা ওপার দামি মধ্যিখানে দশমিক।