STORYMIRROR

Latifur Rahman

Romance Fantasy Others

3  

Latifur Rahman

Romance Fantasy Others

চশমা

চশমা

1 min
124

ইদানিং চশমার সাথে প্রনয়ের গাঢ়তর কথা,

ভীষণ ফলপ্রসূ হচ্ছে দেখছি।

যেভাবে আবশ্যিক হয়ে উঠে,

খরায় জলের জন্য ফসলের মাঠ।

অথচ দেখ,

রাত যখন প্রচুর গভীর,

বা সরের মতো ঘনো।

চোখের পাতা দরজার মতো খিল দিয়ে,

তোমার মুখচ্ছটা,

বা বাম চোখের নিচে স্থাপিত,

যে অমোচনীয় কালোদাগ।

মুহুর্তের মধ্যে উজ্জ্বল হয়ে উঠে।

চশমার কাচের ভিতর দিয়ে,

বারো ইঞ্চি দূরের

শুধু বর্ণ গুলো হয়তো সোজা হয়ে দাঁড়ায়,

কিন্তু কয়েক ক্রোশ দূরের তোমার অবয়ব,

ছায়া, শরীর,

চশমা ছাড়াই প্রতিদিন,

রোদের মতো তরতাজা আর লোভনীয়া সুন্দর।



Rate this content
Log in

Similar bengali poem from Romance