চরিত্রের চারিত্রিকতা
চরিত্রের চারিত্রিকতা


অভ্যাসে পাল্টায় অভ্যাস
শুধু পাল্টায়না চরিত্র
শিরদাঁড়ার ভিন্নতা সত্ত্বেও
হুঁশ ফেরেনি,
মান টা তো কবেই বিসর্জন দিয়েছে
কপালের নোনা জল ঘামে
শুধুই বলিরেখা স্পষ্ট।
কুঁচকে যাওয়া চামড়ার গভীরে
শুধুই কালিমালিপ্ত ,
শিয়াল কুকুরও ঘেন্না পাই ছুঁতে
কাঁটাতারে ক্ষতবিক্ষত রক্তাক্ত
শরীর শুধু পড়ে আছে,
পড়ে আছে কঙ্কাল
পড়ে আছি আমি তুমি সকল।