চিঠি
চিঠি


একটা চিঠি লিখো,
আমার নামের পর লিখো
তুমি কেমন আছো?
জানি চিঠি লেখা হয়তো ভুলেই গেছো।
একটা এস এম এস, একটা মেইল,
ব্যস্ত সময়ের লাঠি,
সেই আমার প্রিয় বা ভালো থেকো লেখা
এখন মিউজিয়ামে রাখা চিঠি।
ব্যস্ত মানুষ সময় কোথায়, আবার চিঠি লেখা?
পেন কাগজের অনেক হ্যাপা, মোবাইলেই সোজা,
ভবিষ্যত শুনবে গল্প, একদিন ছিলো
চিঠি লেখা
নতুন যুগের ব্যস্ততায় তাকে,
যায় নি বাঁচিয়ে রাখা।