চিলেকোঠা
চিলেকোঠা
একাকী অবসরে
হঠাৎ-ই তোকে খুঁজি স্মৃতির আলো আধারে,
খুব করে ধরতে চাই তোর হাত
শুনেছি আয়নার ওপারে নাকি অন্য জগৎ,
সত্যি কি বাতাস সেখানে গোলাপী ?
বারান্দায় দাঁড়িয়ে শালিকের ঝগড়া আর গীতবিতান
সুখপরী আদর করে ঘুম পাড়ায়
তোর নীলচে হাসি তে জেগে বসি
বৃষ্টি ভেজা রাস্তা ঘাট আর
আকাশের বকাবকি
গুটিয়ে নি, মন কেমনের লাটাই
রাত নামছে গাছেদের গা বেয়ে,
ঝাপসা আলোয় ঝিঁঝিঁ রা গান ধরে,
আলগোছে হাতখোপা-য় উঠে পড়ি
স্মৃতি গুলো পাশ ফেরে ।।